উচ্চারিত শব্দে কাঁপে রাত, উদাসী প্রেমিক নয়, নয় কোন শোষক
আর নয় কোন হন্তারক
যারা স্বপ্ন বেঁচেছিল
অমাবস্যার নিগুঢ় অন্ধকারে তারাও কিন্তু দিনের স্বপ্ন দেখাতে চায়।


শব্দরা বিক্রি হলে পরাজিত হয় সৃজনশীলতা আর যারা বুদ্ধি বিক্রি করে পরাজিত করে আত্মবিকাশ তখন জয়ী হবার আশা ছেড়ে দেবার দরকার নেই, আশা করতেই হবে আত্মবিশ্বাস বাড়িয়ে জাগাতে হবে চেতনা।


হন্তারক আর শব্দ বিক্রেতা একই ওরা শুধু একটু ভিন্নতা আছে তাদের যেমন রাত আর দিনের পার্থক্য, ওরা শুধু আমাদের পশ্চাৎ চিন্তাগুলো ঢুকিয়ে দিতে চায় আমাদের চেতনায়, এখানে তুমি থেমে গেলে চলবেনা বিপ্লব যদি আনতে চাও জাগাতে চাও চেতনা তাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতেই হবে।


মুক্তির জন্য চাই সংগ্রাম আর সেই সংগ্রাম তোমার রক্তে মিশে আছে, আছে তোমাদের সংগ্রামের ইতিহাস, রুখে দাঁড়াও এগিয়ে যাও সামনের দিকে হও বিপ্লবী, বিপ্লব তোমাকে ডাকছে তুমি হও সংগ্রামী, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াও জাগিয়ে তোলো চেতনা জয়ী তুমি এবং তোমরা হবেই।