উচ্চারিত শব্দে কাঁপে রাত,
উদাসী প্রেমিক নয়
নয় কোন শোষক
আর নয় কোন হন্তারক
যারা স্বপ্ন বেঁচেছিল
অমাবস্যার নিগুঢ় অন্ধকারে।


আজ কবি ও কবিতা
মিলিত উচ্চারণে
আনে বিপ্লব
যার অপেক্ষায় শুধু বসে নেই প্রেমিক কিংবা প্রেমিকা
আছে সাম্যের চির আনন্দে সমস্ত পৃথিবীর শতোকোটি বিপ্লবী আর শতোকোটি মানুষ।


কবি ও কবিতা
জীবনের বিনিময়ে হলেও আনবে  চিরনতুনের ডাক
শান্তির চির আনন্দে
জয়ী হবে মানুষ আর লুণ্ঠিত মানবতা।