প্রাণপ্রিয় সখি-
কতোদিন আমি দূরে তোমার কাছ থেকে
স্পর্শের সীমানা থেকে!

যদি লুকিয়ে সমস্ত চাওয়া-পাওয়া
তবু কেন মুগ্ধতা ভালোবাসায়?
তাই বলেই কি-
পূর্ণতা তোমার হাসিতে লুকিয়ে থাকে আমার প্রাণের উচ্ছ্বাস!