(আবৃত্তিকার রিপা বিশ্বাস-কে নিবেদিত)


না কোন কিছুই শেষ হয়নি এখনো
জেগে উঠো
সময়ের প্রয়োজনে।


উঠে দাঁড়াও!
আত্মবিশ্বাসী হও!
নিজের জন্য
তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে।
সময় তোমাকে ডাকছে
আজ যে সূর্য উঠেছে দিতে আলো
সেও তোমারই জন্য।


সময় বড়ো অভিমানী
ভাববার অবকাশ নেই
সুসময় এসেছে
সে আসবেই আমাদের প্রয়োজনে।


জেগে উঠো হে অবিনাশী!
হে বিপ্লবী মানুষ!
উঠে দাঁড়াও।


তুমি মানুষ
তুমিই দেবী!
তুষ্ট করতে
স্বজন প্রিয়জন
তোমাকে ডাকছে
নিবেদন গ্রহণ করো
যে ডাক বিপ্লবের,
সাম্যের, চির আনন্দের
তাকে ভুলে দূরে কেন থাকবে!