যদি লুকিয়েই থাকবে তাহলে
কেন এসেছিলে এই পথে
পথেকাঁটা আছে জেনেও কেন আসলে!
সব কিছু ভেবে যখন এসেছিলে এই পথে?
মানুষের চির অনিন্দ্য সুন্দর খুঁজে দেখ
তাতেও ছিল কাঁটা ভরা পথ
সমাজসংসার;
যে রাতে তুমি এসেছিলে পথে কিংবা
জীবন স্বপ্ন একেছিলে,
তাতে কি ছিল শুধুই ফুলের মালা দিয়ে সাজানো?
নিশ্চয়ই নয়! মানুষ স্বপ্নে আঁকে
আগামীর সুন্দর পথ,
যে পথে থাকে কাঁটা আবার
পিচ্ছিলতা তবুও এগুতে হয়
স্বপ্নে আর বাস্তবিক।
যদি লুকিয়েই থাকবে তাহলে
কেন এসেছিলে এই পথে
পথেকাঁটা আছে জেনেও কেন আসলে!
এই আলো ভরা পথে চেয়ে দেখ শুধু আলো নেই সেখানেও আছে কিছু অন্ধকার; অন্ধকারে আলো থাকে আবার আলোতেও থাকে কিছু অন্ধকার।
যদি লুকিয়েই থাকবে তাহলে
কেন এসেছিলে এই পথে
পথেকাঁটা আছে জেনেও কেন আসলে?