সুনন্দিতা
এরকম বৃষ্টির মাঝে
তুমিও কি তাই শান্ত
তোমার প্রকৃতিতে
তোমার সৃষ্টিতে
প্রশান্তি কি ছুঁইয়ে দিল
একটু একটু করে।


প্রকৃতি সাজে অনিন্দ্যসুন্দরে
রিমঝিম বৃষ্টির শব্দটা
পৌঁছচ্ছিল তোমারই
হৃদয় অবদি?
শান্ত তুমি স্নিগ্ধ তুমি
তুমিও প্রকৃতির মতো
অপরূপা নীলাঞ্জনা।


এরকম প্রগাঢ় আহ্বান
এই দিনে তুমি কি বৃষ্টি হবে
লোকালয় থেকে
অনেক দূরে;
কবিকেও ভেজাবে
তোমার ভালোবাসার জলে?


আজ বৃষ্টি আর তুমি
সত্যিই অসাধারণ সুনন্দিতা!
সত্যিই ভিজিয়ে -
দিলে-
প্রশান্তির জলে;
শান্ত তুমি আর শান্ত প্রকৃতি।


তোমাদের ভেজার মাঝে
ভিজে যায়
কবি ও তার কবিতা।
অনন্য শিহরণ
আজ যে ভেজে
স্বতন্ত্র তিনটি সত্তা।


Wet this rainy day and you are beautiful sunondita


- PK Bikrom


Beauty
In the rain like this
Are you so calm?
In your nature
In your creation
What a touch of serenity
Little by little.


Nature is impeccably beautiful
The sound of drizzle
You were arriving
Heartbreak?
You are calm, you are gentle
You are like nature
Aparupa Nilanjana.


Such a strong call
Will it rain on this day?
From the locality
Far away
Wet the poet too
In the water of your love?


It's raining today and you
Really awesome beauty!
Really wet -
Dile-
In the waters of tranquility;
Calm you and calm nature.


Between your veggies
Gets wet
The poet and his poems.
Unique vibration
Fry that today
Three distinct entities.