এক ফোটা সুখের লাগি
চলছি যে পথ পথে পথে,
সেই পথেই আসুক সেই সুখ
বাধা যতই থাকুক না।

মনের মাঝে ইচ্ছা নিয়ে
সপ্ন দেখি রাতবিরাতে,
হয়তো সপ্ন সফল হবে
বিপদ যতই আসুক না।

লক্ষটাকে অটুট করে,
স্থীর করি চলার পথ,
ভয় যতই থাকুক না।

এমন করেই আসবে আলো
ফুটবে হাসি মুখে মুখে,
বিপদ যতই আসুক না।

মেঘালয়ের মেঘের তলে
পাহাড়ের ঐ চুড়ায় হেটে,
সপ্ন আমার সত্যি হলো
অনেক কিছুই ঘেটে।

পিছে ফেলে কত কিছু
হাসি কান্না যতো,
সামনে চলছি হাতটি ধরে
নিজের ইচ্ছেমতো।

আস্থা নিয়ে সাথে
বিশ্বাস রেখে বুকে
বাধা যতই আসুক না।