আধার রাতে তুমি আলো আভাস
তুমি বাংলার স্বাস-প্রশ্বাস
তুমি অবিনস্বর
তুমি চিরঞ্জীব
তুমি বাংলার অনির্বাণ বাতিঘর
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর-


স্বাধীনতার মহান স্থপতি তিনি
তাঁর জীবন, কর্ম ও বাণী
জুগিয়ে চলছে মোদের শক্তি
এখনো বিপ্লবের ডাক দিয়ে যায়
তাঁর দুর্বার কণ্ঠস্বর।
বাংলাদেশ তাঁর অপর নাম
শতাব্দীর বরপুত্র শেখ মুজিবুর-


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা শেখ মুজিবুর রহমান
ঝাড়ো সমুদ্রে তুমি রূপালী তটরেখা
তোমাকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।