সময় বদলে গেছে,
মানুষ  আর নেই মানুষ ,
আন্তরিকতা, সহমর্মিতা, পরস্পর শ্রদ্ধাবোধ
নিয়েছে  বিদায় ,
মৃত্যু হয়েছেশালীনতা ও নৈতিকতার  
মহামারী চলছে নৈতিক অধঃপতনের!
চারদিকে অবক্ষয় আর নিরাশার ধ্বনিতে প্রতিদিন।
এমনি হাজারো অভিযোগ।


কিন্তু কেন?
দিন এসেছে মুক্তির প্রত্যাশায়,
ঘুণে ধরা সমাজের পরিবর্তন চায়।


পৃথিবীটাকে বদলাতে চাই,
নিজেকে বদলাতে চাই না।
পৃথিবী বদলাতে হলে
বদলাতে হবে দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিজীবন
তবেই না ফলপ্রসূ হবে,
সমাজ কিংবা পৃথিবী বদলানোর।