মোবাইল ফোনের মেসেঞ্জারে ভেসে আসলে একটি SMS-
কেমন আছো?
বহুবার এ শব্দটির মুখোমুখি হলেও
ওই দিনকার অনুভূতিটা একটু ভিন্নই ছিল
হৃদয়টা আচমকা নাড়া দিয়ে উঠে
ফেসবুক আইডিটাও কেমন যেন অচেনা লাগছে
তবুও কোথায় যেন একটু চেনা চেনা মনে হচ্ছে।
যাই হোক খুব বেশি ঘাটাঘাটি করতে হয়নি
অল্পতেই আবিস্কার  করিলাম
এ যে আমার বহুদিনের প্রত্যাশিত ব্যক্তি
কবিতা, এ তুমি ছাড়া অন্য কেউ নয়


সময়ের পরিক্রমায় কেটে গেছে অনেকটা সময়
জানতে চেয়েছো....
এ আমি কেমন আছি?
প্রশ্নটা নিতান্তই সহজ কিন্তু উত্তরটা আনুভূতিক
বার বার নিজেকে প্রশ্ন করি
আসলে আমি কেমন আছি।


"ভোরের আলোক ফুটার মুহূর্তে যখন ঘুম ভাঙে
পূর্ আকাশে উঁকি দেয় সূর্য
হৃদয়ের গহীন থেকে তখন ভেসে আসে
তুমিহীন একরাশ হাহাকার"
কবিতা, এখন তুমিই বলো......
আমি কেমন আছি?
আমারও যে জানতে ইচ্ছে করে
প্রতিক্ষণে-প্রতিমুহূর্তে নিঃসঙ্গতায় একান্তক্ষনে
ভালো আছো তো?
তুমি ভালো আছো তো?