জীবন চলার সিঁড়ি বাইতে গিয়ে
একসময় ক্লান্ত শরীর-
ক্ষণিক পিছন ফিরে
দেখছে কাছের মানুষগুলো
একে একে যাচ্ছে সরে।


দীর্ঘসময়ের ভালোলাগা মুহুর্তগুলো
বিষিয়ে উঠছে যেন আজ
ইতিবাচক ভাবনাগুলো-
অনেকের কাছে নেতিবাচক সাজ।


এ এক অদ্ভুত মানব জাতি
কখনো মেঘ কখনো বৃষ্টি
কখনো আধার কখনো আলো
যখনই,-
রোগ-ব্যাধির বার্তা গেল কানে
দুরে থাকা নিকটজন
একে একে করল আপন
দুরে ঠেলে সব মান অভিমান
মুহুর্তেই ভুলে গেলো সকল বিবাদ
অসুস্থতাই হয়ে উঠলো যেন আর্শিবাদ!