গ্রামের এক নিভৃত পল্লীতে
জ্বালিয়েছে আলোর মশাল
দাঁড়িয়ে আছে স্ব-মহিমায়
আবেগ আর বহু প্রতীক্ষিত
গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ।


শ্যামলিমায় ঘেরা নয়নাভিরাম ক্যাম্পাস
আর সবুজ ঘাসে ভরা বিশাল মাঠ
প্রতিদিন মুখরিত হয়
হাজারও মেধাবী শিক্ষার্থীর পদচারণায়।


একাডেমিক শিক্ষাই নয়
জ্ঞানচর্চা ও মানবসম্পদ উন্নয়নে
নিজেদের সক্ষমতা
প্রতিনিয়ত জানান দিয়ে যায়।


শিক্ষক-শিক্ষার্থীদের মৈত্রী বন্ধন
দৃষ্টান্ত আজ সকালের কাছে।
শিক্ষার্থীদের সৌজন্যবোধ
উচ্চারিত হয় জনে জনে
কলেজের অতিথিপরায়নতা
ছড়িয়ে পড়েছে লোক থেকে লোকান্তরে।


তাই,
সবুজে সবুজে ঘেরা ক্যাম্পাসে
বারং বার হাজির হতে মন চায়
কবির ভাষায় বলতে ইচ্ছে করে
আবার আসিব ফিরে,
ধানসিড়িটির তীরে এই বাংলায়...’