বাংলাদেশে জন্ম তোমার
এই দেশেই মৃত্যু।
বাংলা তোমার, তুমি বাংলার
তুমি বাঙালির হৃদয়ে বহমান।
শ্রদ্ধাভরে করি স্মরণ তোমায়
বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান।


তুমিই তো প্রথম জ্বালালে আলো
বজ্র কণ্ঠের হুংকারে ।
এক হলো সব জেলে-কৃষক
স্বাধীনতার অধিকারে।
ধর্ম বর্ণ নির্বিশেষে
এক কাতারে হলো শামিল।
ছিনিয়ে আনলাম স্বাধীনতা
লাল সবুজে হলো রঙিন।


কে বলে তুমি আজ নেই পিতা
তুমি আছ সবখানে।
তোমার দেখানো পথে মোরা
চলছি সবে একসনে।