বারান্দায় সিক ধরে দাঁড়িয়ে থাকি
দেখি আলোয় ভরা রাতের আকাশে।
তারা গুলো উঁকি মারছে
তাদের মতো আমার দুচোখ
জেগে আছে গভীর কালো অন্ধকারে।


একটা সময় ছিল রাতের রুমে
আলো থাকলে নিদ্রা হতো না,
আর এখন রাতের অন্ধকার
তাড়া করে অজানা আতঙ্ক,
সারারাত বাল্ব জালিয়ে রাখি
তবুও ঘুম আসে না দুচোখে।


রাত যতই গভীর হয়
সবাই তখন ঘুমে বিভোর
একাকীত্ব আমায় করে ভর।
দুশ্চিন্তায় প্রহর কেটে যায়,
কোন কিছু ভেবে না পেয়ে
স্মরণ করি প্রভু তোমায়।।