তরু, কেউ বলে বৃক্ষ কেউবা মহীরুহ
গাছ, শাখী, পাটপ, বিটপী কতইনা তার নাম
আমি তাকে দেখি নিঃস্বার্থ বন্ধু হিসেবে
তার সাথে কথা বলি সরবে-নিরবে
কোন রিয়েক্ট করেনি আজও
নেয়নি কোন দুর্বলতা সুযোগও
কত কথাইনা বলি
সুখ দুঃখ রাগ অনুরাগ-
সবই যেন তার সহে গেছে
মন খারাপ থাকে যখন
কোন কিছুই ভালো লাগলেন তখন
ছুটে যাই তরু’র কাছে
বুকের ভিতরকার জমানো কষ্টগুলো
একের পর এক বলতে থাকি
আশপাশের মানুষজনের হাসাহাসি
বলে এ আবার কেমন পাগলামি
তারপরও শেয়ারকরি তাহার সাথে
খানিকক্ষণ চলে যাই স্বপ্নলোকে
দূরে বহুদূরে
একাকী গভীর রাতে
ঘুম নেই দু’চোখে
বেলকনিকে দাঁড়িয়ে ভাবতে থাকি
বাতাসের সাথে সেও দোলছে
কতইনা ব্যস্ত আমায় সতেজ রাখতে
তরু আছে বলেই
পৃথিবীটা এতো সুন্দর
এতো মধুময়
পাখিরা সুরে সুরে গান গায়
মনের আনন্দে ঘুরে বেড়ায়
কতই না বৈচিত্র তাহার রূপ!
আদর-ভালোবাসার ছায়া দিয়ে
ধরিত্রীকে অপরূপ সাজে সাজিয়েছে
সহে সহে দিয়েই যাচ্ছে শুধু
তাইতাে তরু মোদের প্রকৃত বন্ধু।