অন্যায় করছে দেখছি আমরা,
অবিচার করছে দেখছি আমরা,
অত্যাচার করছে দেখছি আমরা,
আইন ভাঙ্গছে দেখছি আমরা,
শুধু দেখছি আর দেখছি,
নিরব চক্ষুঃ দুইটা মেলিয়া দেখছি।
এই ভাবে আর কতো দিন চলবো আমরা,
জাগাও বিবেক,
রুখ অন্যায় অবিচার অত্যাচার।
আঘাত হানো শুষকের বুকে,
সব বেআইনিতা দাও রুখে।
প্রতিবাদী হও,
লড়ে যাও,
তোমার অধিকার,
তুমি কেড়ে নাও।
যদি তুমি সহ্য করো
অন্যায় অবিচার অত্যাচার নিরন্ত,
আমি হলফ করে বলে দিলাম,
তুমি প্রাণহীন জীবন্ত।।