বড্ড বেশীই ভালবেসে পেলেছি তরে,
বড্ড বেশীই বিশ্বাস করে পলেছি তরে,
জানি না উপায় কি করে বিশ্বাস করাব তরে,
আমি পাগলের মত বিশ্বাস করি তরে,
আমি অন্ধের মত বিশ্বাস করি তরে,
আমি বোকার মত বিশ্বাস করি তরে,
আমি তাদের মত না হয়েও তাদেরি মত বিশ্বাস করি কেমনে জানি প্রশ্ন করবি আমারে।
এমনেই উত্তর করব আমি তরে,
যদি পাগলকে তুই জগরার স্থান দেখিয়ে বলিস শান্তি আছে ঐখানে সে দৈড়ে চলে যাবে ওখানে,
অন্ধকে যদি একটি পুকুরের দিকে রাস্তা দেখাস সে পুকুরেতেই পরবে,
তুই বোকাকে যদি বলিছ যে আজ সারাদিন এখানেই বসে থাকিছ শান্তি পাবি এখানেই বসে থাকবে।
আমিও তাদেরি মত করব তর ইশারাতে।
পারছিনা আমার অবোঝ  মনকে বোঝাতে,
সে তরি কথা ভাবে রাত বিরাতে,
সে কখন পাবে তর উত্তর
(ভালবাসি) বলবি আমারে,
আমি বড্ড বেশীই ভালবাসি তরে,
আমি বড্ড বেশীই বিশ্বাস করি তরে,
একটু ভালবাস না আমারে॥