বইছে মানবতার কালো হাঁওয়া,
করছে মানবতার আলোকে ধাওয়া।
নড়ছে উপর নড়ছে নিচ,
বোপন করছে শুত্রুতার বীজ।
নেই বিশ্বাস পাচ্ছেনা আশ্বাস,
তাই তো সমাজ রুদ্ধশ্বাস।
অপরাদ আর অপারগতা বইছে,
মনে যে আজ কিছু না সইছে।
হারিয়ে যাচ্ছে নিষ্ঠা আর নির্বরতা,
তাই তো থাকে না বেঁচে তাকার প্রবণতা।
কৌশলীরা করছে কৌশল,
তারাই শক্তি তারাই বল।
সমাজ বিশ্ব বন্ধী হল,
সাধারণ জনতার কপাল পুড়ল।
যেই করল প্রতিবাদ,
তারেই হাতে পড়ল শিকলের বাঁধ।
তাই তো আজ সকলেই অসহায়,
মুক্ত থেকেও জেলখানায়॥