কবি জিয়াউল হায়দার


আক্ষেপ


প্রেম এনেছিলাম প্রাণে করে
মাতৃগর্ভ থেকে বড়ো যত্ন করে।
মায়া দিয়ে বড়ো করি
মনুষ্যত্বের মুক্তি কামনায়।
উত্তরকালে
এই প্রেম পরিচিতি লাভ করে
মানবতা নামে।
খুলে দেই প্রাণ উদার মানসে
ঐ স্নেহময়ী পৃথিবীর সম্মুখে।
ভেবেছিলাম গৃহীত হবে
অনির্বেয় আকাঙ্ক্ষায় ঐশিপ্রেম।
ভুল ছিল চিন্তা চেতনায়,
এখানে মঙ্গলদীপ নিভে যায়
নোংরা ঝড়ো হাওয়ায়।
ধনকুবেরের লোভাতুর জিভ
রক্ত চোষে মঙ্গল সাধকের।
ঘুষখোর বিচারকের এজলাসে
শান্তির দূত দণ্ডপ্রাপ্ত আসামি।
সত্যসাধক দেশদ্রোহীর আখ্যা পায়
সামন্ত শ্রেণির বিধান সভায়
খরগ হস্ত বড়ো কৃপা করে!
যারা বলে বেড়ায় কল্যাণ হোক পৃথিবীর।
আমি প্রশ্নজালে আবদ্ধ হই,
বিধাতার দরবারে আলকিত সত্তা
আশ্রয় প্রার্থনা করে মাথা নত করে;
মিনতির সুরে ক্ষমা চায়,
জ্ঞাত, অজ্ঞাত ভুলের।
ওদের আশ্রয়ের ভাষা
তবে কী হতে পারে?