মিথ্যে আশা


জিয়াউল হায়দার


আজ হতে
আমায় পাবেনাকো তোমার মাঝে,
অনন্ত কালের ব্যবধানে শুদ্ধ হল
দূরত্বের এ বলি রেখা।
হে মিতা,
যদি কোন শ্রাবণে আমার বকুল
তোমায় পিছু টানে
অলক্ষ্যে নিয়ে যায়
আমাদের মিলনের মঞ্চে,
যদি সে ক্ষণে
সন্ধ্যার আকাশে মেঘমালা
অপরূপসাজে সাজে,
আমায় ব্যর্থ খোঁজার আশা করনাকো
দূর নীলিমায় তারার আলোয়।
যদি স্বপ্নাবিষ্ট প্রথম দিনের
কথার ব্যঞ্জনা
রঙ পায় তার ডানায়,
আর উড়ে বেড়ায় তোমার
মননশীল আকাশে
বিলাপের বাণী কন্ঠে নিয়ে।
শূণ্যেরে পূর্ণ করিওনা
এ কষ্টের ভার
বহন করার দুরাশা করনা।