অনন্য


জিয়াউল হায়দার

অবারিত ফাগুনে একটি মেয়ে,
অনন্য করেছে আমায়, প্রেম চেয়ে।
তারে আলোর মাঝে যায় না দেখা,
আলোয় মিশে রয়।
গভীর রাতে অন্ধকারে কায়া ধরে,
প্রেমের কথা কয়।
সে কথার অলঙ্কা্র কী যে আলংকারিক সুর উঠায়!
সে কথার রস  কী যে  রসালো ফল ফলায়!
হায়! এ কোন সর্বনাস!
বসন্তে নির্মিত হৃদয় দিয়ে দিলাম তায়।