অভিষেক


জিয়াউল হায়দার


কী করে তোমার নীরবতা ভাঙ্গি
হে স্নিগ্ধ,
হে সুন্দর,
হে কোমল প্রাণের মূর্তি,
আমার দুঃসাহসিক প্রাণ কেঁপে ওঠে।
কেননা,
তোমার শ্যমলিমার মতো পবিত্রতা,
নীলিমার মতো উদারতা,
গিরি রাজের মতো দৃঢ়্তা
আমায় করেছে মুগ্ধ।


কী করে তোমার নীরবতা ভাঙ্গি
হে সতী সাবত্রিী,
হে লাজুক লতা,
হে মানস কন্যা,
আমার বলদৃপ্ত প্রাণ সন্ত্রস্ত।
কেননা
তোমার অভিনব ধীরতা,
আলোকিত সরলতা,দীপ্তিময় সততা,
আমায় করেছে ধন্য।


কী করে তোমার নীরবতা ভাঙ্গি
হে অনুপমেয়,
হে লাবন্য,
হে রূপ মাধরী আমার,
আমার অদম্য প্রাণ উৎকন্ঠিত।
কেননা
তোমার সুরভিত বাসনা,
অমিত বিশ্বাস,
অনিন্দ্ হৃদ্যতা,
আমায় করেছে তুষ্ট
হে অভিমানিনী,
হে অনুরাগিণী,
হে অভিসারিণী,
আমার পেমপূর্ণ প্রাণ
আজ তোমর নীরবতা ভাঙ্গার
পেয়েছে সমুন্নত অধিকার।
কেননা,
তোমার পূর্ণ অভিলাষে ঐশী মায়ায় আনন্দধারায়
প্রেমের রাজন্ত পুরে
আমাকে দিয়েছ অভিষেক।