পরাধীন


জিয়াউল হায়দার


প্রথম দর্শনে,
ঝুমঝুম করে ঝরে পরে
অঙ্গ হতে প্রেম তরঙ্গে,
শত রঙ্গে রাঙ্গানো নবীনার লজ্জা।


দ্বিতীয় দর্শনে,
স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পরে,
অধর হতে অনাবিল আনন্দে,
সহস্র বছরের সঞ্চিত হাসি।


তৃতীয় দর্শনে,
বারে বারে হায়,  আড় চোখে চায়,
বলেনাতো কিছু,
শুধু আমাকে বলায়।