সে আমার কেউ একজন ছিল


জিয়াউল হায়দার


যে আমার নিরাকার সত্তা মাঝে অস্তিত্বের ভীত গড়ে ছিল;
সে আমার কেউ একজন ছিল,
ক্ষণিক কালের কল্পনা,
সে আমার অপর না।


যে আমার অন্তরাত্মার আকুতি শুনে আপনারে সমর্পণ করেছিল;
সে আমার কেউ একজন ছিল,
মুহুর্ত কালের জল্পনা,
সে আমার অপর না।


যে আমার হৃষিত হৃদয়ে এসে পলে পলে প্রেম এঁকেছিল;
সে আমার কেউ একজন ছিল,
দণ্ড দুইয়ের শান্তনা,
সে আমার অপর না।


যে আমার হয়ে আমা মাঝে অনিন্দ রূপেই লুপ্ত হয়েছিল;
সে আমার কেউ একজন ছিল,
আট প্রহরের যন্ত্রনা,
সে আমার অপর না।