কৃষ্ণাঙ্গ, তবুও প্রণয় চায় হাজারো অবিবাহিত যুবকে,
যখন সেরেনা উইলিয়ামস সর্ট ড্রেসে খেলে টেনিস কোর্টে।
ঠোঁট কেন কালো? সিগারেট খাও বুঝি?
এ প্রশ্ন শত জায়গায় হাজারো বার শুনতে হয়েছে,
এমনকি আমার চাকরির ভাইভা বোর্ডে।
সিগারেট টানি না বলেই এ প্রশ্নে বিব্রতবোধ করি,
যদি সিগারেটখোর হতাম বেহায়ার মতো ফিক হাসি দিয়ে এড়িয়ে যেতে পারতাম।
তবে মনরে সান্ত্বনা দিতাম এই বলে যে, বিয়ের পর ঠিক হয়ে যাবে।
ঠোঁট টুকটুকে লাল বা লালচে হবে বউয়ের ক্রমাগত চুম্বনে চুম্বনে।
কিন্তু বিয়ের পর কি সব হয়? হয় না।
বিয়ের পর বাচ্চা হয় কিন্তু উন্নত দেশে বাচ্চা নেওয়ার পর বিয়ে হয়।
কিন্তু আমাদের তো অনেকের বিয়ের পরও বাচ্চা হয়না।
কেন হয় না তা ভগবানই ভালো জানেন।
হয়তোবা বাবা নামক শব্দ মা নামক শব্দ পৃথিবীতে কম ডাকার জন্যে।
হয়তোবা স্বাস্থ্য খাতের মাঠ কর্মীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ বিষয়ক জ্ঞানদানে পরিশ্রম লাঘবের জন্যে।
বিয়ের পর সব হয় না, আমার ঠোঁট টুকটুকে লালও হলনা লালচেও হলনা।
ঠোঁট লাল বা লালচে করার দায়িত্ব বউরা নেয় না।