উঠুনে উঠুনে বালুচর ধুলিঝড়,
ঘাটে ফাটল মাঠে বুক চৌচির।
চোখের তারায় ধূসর,
নীলে আঁধার প্রাচীর।
জিহ্বায় ফ্যাকাসে স্বাদ,
স্বপনে বালির বাঁধ।
হাতে বাতাস শূন্য মুষ্টি,
চোখে ভাসাভাসা দৃষ্টি।
পায়ে বিধ্বংসী অলস,
কাজে কচি ঢেঁড়স।
প্রেমে রাক্ষুসে যৌনতা,
সত্য কথনে মৌনতা।
মিথ্যার গোলাম দাস,
মাতালের সনে বসবাস।
ভাবে কৃত্রিমতার প্রভাব,
রক্তে পূর্বপুরুষের পাপ।
প্রেম প্রিয়া পরকীয়া,
কলহে বিরহে অতিষ্ট পতি-জায়া।
চর্মে বদন চিনি আচরণে আপন,
কর্মে অবাবু চিনি বাবুর কাজ তৈলমর্দন।
চরিত্র ভেঙে গড়ি রঙের জীবনী,
এখন নেই চরিত্র হরণ কাহিনী।



রচনাকালঃ
১/৯/২১ খ্রি.