আলাদীনের চেরাগে ঘষে ঘষে মানুষ ক্লান্ত,
দৈত্যজি আর আসেনা, সে ভীষণ বিষণ্ণ।


সর্বশেষ দ্বি আগমনের তিক্ততায়,
স্বেদাক্ত মনে, নিষ্প্রভ চরণে চলে গেল।
বলে গেল পৃথিবীতে আর আসবে না।


এখনকার মানুষ বড্ড লোভাতুর।
ওদের এখন সমগ্র শরীর জুড়ে ক্ষুধা।
তিন ইচ্ছায় মিটে না উদরের বুভুক্ষা।
ওদের চাহিদা ঢের, অন্ত্য নাই।
শুধু চাই, চাই, চাই, আরও চাই।


সর্বশেষ আগমনে বিদায়ি লগনে,
দৈত্য বলিল খুশি মনে
তৃতীয় ও শেষ ইচ্ছায় কি চাও?
ওরা বলিল আরও তিনটা ইচ্ছা দাও..!!!


এখনকার মানুষ বড্ড স্বার্থসিদ্ধি  
খায় পাতা করে ছিঁড়াছিঁড়ি
সর্বশেষের আগের আগমনের শেষ ইচ্ছায়
দৈত্য জানতে চেয়েছিল, কি চাও?
ওরা বলিল কুকুরের লেজ সোজা করে দাও..!!!


এরপর থেকে দৈত্য পৃথিবীতে আসে না।
চেরাগে সে আর বাস করে না।
দৈত্য এখন গৃহহীন।
অন্য কোনো গ্রহের খোলা আকাশের নিচে
দিবস-রজনী যাপন করে।


    (উৎসর্গঃ সরল ও সৎ মানুষ-কে)