নকল হিরো


শহীদুল ইসলাম ফকির


আমাদের নিয়ে হে সমাজপতি
তোমাদের কত কষ্ট,
পিছুপিছু ঘুরি ভিখারির মত
করছি সময় নষ্ট।


কোনদিন রাগো কোনদিন ভুলে
হাতদুটো দাও নাড়া,
তোমার শিষ্য সান্তনা দেয়
বাহিরে একটু দাঁড়া।


জীর্ণ পোশাকে দরজার দিকে
তাকিয়ে কাটাই দিন,
আমরা তোমার পিছু ছাড়ি না
অভুক্ত সব জিন।


যদি পারো তবে আমাদের মেরে
ভেজাল কমাতে পারো,
সমাজের সেবা মনোযোগ দিয়ে
বাড়াতে পারবে আরো।


আমাদের বাড়ি হাতে গোনা ছয়
ওদের তিনশো ভোট,
কুকুরের মত ঘেউঘেউ করে
ভীষণ তাদের চোট।


দিনশেষে তুমি ওদের দখলে
আমাদের মারো পিষে,
ওদের কামড়ে যন্ত্রণা কম
বাড়ায় তোমার বিষে।


আমরা আগাছা উপড়িয়ে ফেলো
বসবাস করো সুখে,
বারবার তবু আঘাত করো না
নিরীহ প্রাণীর বুকে।


অপশক্তির কাছে মাথানত করা
তোমাদের সাজে না ভাই,
অমানুষ আর জন্ম দিও না
ধরণী ভরেছে তাই।


ইসলাম দেখি বেশভূষাতেই
চামড়ার নিচে জিরো,
পেছনে তাকালে বুঝতে পারবে
আমরা নকল হিরো।


ইসলাম যদি দেখে যেতে চাও
ভেদাভেদ যাও ভুলে,
ন্যায় বিচারের ঝাণ্ডা উড়াও
জল ঢালো গিয়ে মূলে।


শান্তির বাণী মুখে মুখে বলো
বিবেকের কাছে যাও,
নীরবে শুনবে বিবেকের বাণী
মনে হবে সব ফাউ।