তোমার গন্ধে


মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির


আমি তোমার গন্ধে আজো বিমোহিত হই
তোমায় দেখলে আজো
আমার শিহরণ জাগে।
লজ্জায় লজ্জাবতি লতার মত
নুয়ে পড়তে ইচ্ছে করে।
তোমার স্পর্শে হারিয়ে যাই  
সুখের শেষ সীমানায়।
বড় ইচ্ছে করে তোমাকে নিয়ে
ঘুরিয়ে ফিরিয়ে দেখি
কোন নির্জন  ঝাউবনে।
তোমার লাল কোমল অঙ্গে আমার ঠোঁট লাগিয়ে না পাওয়ার প্রতিশোধ নেই।


আজ খুব কাছ থেকে দেখিছি তোমাকে
হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারিনি তবে তাকিয়ে ছিলাম অপলক।
বড় ইচ্ছে ছিলো তোমাকে তুলে নিয়ে যাবো কারো চোখের আড়ালে।
পৃথিবীতে কোন সাক্ষি রাখবো না,
তা আর হলো না।তোমার একান্ত প্রহরী
তোমার চারপাশ ঘিরে রেখেছে।


তবে মনে রেখো প্রথম দেখাতে যতটুকু সুখ পাই, শেষপ্রান্তে এসে প্রতিবাদি হয়ে উঠি, মনটাকে বুঝাই তোমার কি দোষ, তুমিতো  ছিলে আমার প্রেমের সুচনা লালটুকটুকে একটি গোলাপ।