এই জীবনটার সাথে যতবার বন্ধুত্ব করতে চেয়েছি,
সে তত বার আমার সাথে শত্রুতা করেছে ।
যতবার সাজাতে চেয়েছি,ততবার এলোমেলো করে দিয়েছে।
কি চায় সে আজো বলেনি,কি অপরাধ আমার কখনও বুঝিনি।
বারবার তার পায়ে মাথা ঠুকেও বোঝাতে পারিনি আমি কি চাই,
পথিক কোন পথে যাবে তা পথিকেরই ঠিক করা উচিত-
এই স্বাধীনতাটুকুও কখনও পাইনি তার কাছ থেকে ।
একগুঁয়ে আর রগচটা জীবনটা শুধু নিজের মত করেই চললো।
না কখনও কোন প্রশ্নের উত্তর দিলো,না কোন কথা মানলো,
না মানার ইচ্ছাটুকুও অন্তত পোষন করলো।
রসকষহীন এই জীবনটাকে ভালোবাসবো না তাচ্ছিল্য করবো
অতটুকু বোঝার আগেই নির্বোধ বানিয়ে বসিয়ে রাখলো আবার।
আমার বোঝা কিংবা না বোঝায় তার কিছু আসা-যাওয়ার কথা না,
তবুও অবচেতনে একমনে অনুভূতিহীন এই জীবনের অর্থ খোঁজার
বৃথা প্রয়াশ দেখে হতাশ হই মাঝে মাঝে, প্রতিবারই দেখি
আর কিছু পাক বা না পাক নিমর্মভাবে মুখ থুবড়ে পড়ে থাকা
এক নি:স্ব পথিককের সন্ধান পায় করুণিমা আত্মাটি।
বড্ড অনুগ্রহ জাগে তখন !এই-ই কি তবে নিয়তির খেলা ?