ঘাতক পাখি গুলো আজ খুব উল্লাসিত ভূমিপটে
যেন তাদের ইচ্ছে মুক্ত নীলাকাশ।
ওদের জন্য কবিদের কাগজ কলম...
হাতে তুলে নেওয়াটাও বড় কলঙ্ক কালিমা,
এমনকি বিপ্লব, বিদ্রোহী শব্দটাও অতি ছোট হয়ে আসে।
কারণ ওরা এক সময়ে, আমাদেরি একগুচ্ছ গোলাপের খনিক,
শিতল পাটির বিশুদ্ব সুখের সুবাস।
আমি কিছুই লিখতে চাইনা,
এই পুশু ছাগলাদ্যঘৃত মস্তকহীন ঘাতকদের।
যে "মা"বোনের, "বাবা "ভাইয়ের,
রক্তাক্ত সত্বীত বিসর্জনে লিখা হাজারো যুদ্ধা ও কবির ইতিহাস...
লক্ষ লক্ষ মা বোনের বাবা ভাইয়ের মৃত আত্মার,
আত্মায় হাহাকার থেকে যাবে, যদি লিখা হয়।
ঘাতকদের জন্য স্বাধীন বর্ণমালায়,
তবে ইতিহাস মুছে যেতে পারে হাহাকার আত্মায়।
এই স্বাধীন ভূমিপটতে এখনো অজস্র,
ঘাতকের জীবাণু শিরায় উপশিরায় রয়ে গেছে।
কি হবে এই অসংখ্য কবিদের, কবিতার বাক্যের পাতায়?
নয়ন ডাকু-----