মুক্ত করো হে কৃপণ বিধাতা
লীলাছল মৃতজোছনার রাত
কৃপায়িত করো মোরে
ওহে ভোলানাথ ।


সুন্দর ও পৃথিবী
আছে যতো ফুল মাটি জল,
ফলে যতো শস্যদানা ।
দেখিতে এই মনো চায়
আর মোর দুই চোখখানা ।


মোর বিধাতা বলি শোন কানপেতে
দয়া যদি হয় ,
দুর করে দাও মোর
দুঃখদারিদ্র জরা ব্যধি লোভ
মনের এই ভয় ।


পৃথিবীটা দেখি যদি
বাধা কেন তুমি ?
তোমারই তো আকাশ বাতাস
ফুল ফল সব জলাভুমি !


নয়ন ডাকু-----