হয়ত মানুষ হতে পারিনি আজও সহজ করে
মানুষ হতে পারিনি অন্য মানুষদের মত !
সহজ কোন চন্দ্রলোক হতে পারিনি ,
আমার হয়ত সেই চোখ নেই
যে চোখে সহজ করে তাকায় মানুষ !
মানুষ গুলো হয়ত সহজ সরল স্বপ্নাবেশ
আমি হয়ত তাদের দলে নই ।
মানুষ হতে পারিনি হয়ত, ওই মানুষ গুলোর মত

গর্হিত ইন্দ্রিশর হতে পারিনি কখনই ,
ওই মানুষ গুলোর মত হয়ত সহজ করে
সহজ কোন পৃথিবীর আলোক ধরতে পারিনি

বুকের অথৈই গহীন গভীরে !
সত্যি বলছি এতটা সহজ সরল হতে পারিনি কখন ,
হয়ত অস্ত্রাঘাতের চিহৃ লেগে আছে মস্তকের গায়ে
তাই হয়ত সহজ করে ভাবতে পারিনি সহজ কোন পৃথিবী ।
হয়ত মানুষ হতে পারিনি ওই বিত্তবান কাপূরুষের মত
রাস্তার নোংরা আবর্জনার মানুষ গুলোর মত
সহজ ছিল হয়ত জীবনের পাঠ গুলো
সেই মানুষ গুলোর জন্য ক্রমশই সহজ সরল হতে পারি
অতিন্দ্রিয়র মাঝেই শুধু মাতৃ পিত্রিত্তের ছোঁয়াটুকুর লেশ
এছাড়া বাস্তবতার যত সত্তা যতটুকু প্রাপ্য ছিল
সবই হারিয়েছি
আর তাই হয়ত মানুষ হতে পারিনি কোনকালেই ।


নয়ন ডাকু -----