অনশন
মোল্লা আজিজুল হক
*************************
হাতির পিঠে চড়বে ওরা
করল অনশন
এটা-সেটা কোন কথায়
গলেনাতো মন।


চিন্তা কাতর মামা-মামি
হাতি কোথায় পায়
খুঁজতে হাতি মাঠে-ঘাটে
নানা জাগায় যায়।


পায়না হাতি কোথাও তারা
মনটা ভীষণ ভার
এমন সময় মাথায় আসে
ভাবনা চমৎকার।


পার্কে গেলে ওদের নিয়ে
পাবে হাতির মূর্তি
তারই পিঠে চড়বে ওরা
করবে দারুন ফূর্তি।


ভাঙলো ওরা অনশন
মামা-মামির কথায়
পার্কে গিয়ে সত্যি ওরা
হাতির দেখা পায়।


ইট-পাথরে তৈরি হাতি
দাঁড়িয়ে থাকে ঠাঁয়
তাহার পিঠে চড়ে ওরা
মজা নাহি পায়।


কী আার করা জ্যান্ত হাতি
যায়না যখন পাওয়া
দই না পেয়ে স্বাদ মেটাতে
ঘোল-ই ভাল খাওয়া।


মোবাইল ফোনে তুলল ছবি
হাতির পিঠে চড়ে
ভাবলো সবাই সত্যি হাতি
সারা শহর ঘোরে।