(একটি রম্যছড়া)
"""""""""""""""""""""""""


ছোট্ট লেজের বিশাল শরীর
দৌড়ে পালায় হাতি
তারই পিছে বুনো মহিষ
হল তাহার সাথী।


দাঁড়িয়ে থাকা ধূর্ত শিয়াল
বলল মহিষ থামো
কী কারণে হাতির পিছে
দৌড়ে মিছে ঘামো!


বলল মহিষ বনের ভিতর
পুলিশ দিল হানা
প্রাণটা নিয়ে আগে পালাই
এখন কথা মানা!


বনের ভিতর পুলিশ কেন
মামলা কাহার নামে?
এই কথাটি জানতে চাওয়ায়
মহিষ খানিক থামে।


মহিষ বলে, হাতির নামে
মামলা নাকি আছে
তাইতো আমি ছুটছি ভয়ে
তাহার পাছে-পাছে!


শিয়াল বলে দুঃখ করে
হায়রে মুর্খ মহিষ!
হাতির নামে মামলা,তোকে
ধরবে কেন পুলিশ!


হাতি ভেবে পুলিশ যদি
আমায় নিয়ে যায়
আমি মহিষ, হাতিতো নই
প্রমাণ করা দায়!


এইনা বনের বিচার-সালিশ
সবই তোমার জানা
ধরা যদি পড়ি তবে
জীবন হবে ফানা!


আমি মহিষ প্রমাণ করতে
লাগবে ক'বছর
থানা-পুলিশ,কোর্ট-কাচারি
আমার বড় ডর!


তাইতো আছি দৌড়ের উপর
জলদি কোথাও লুকাই
পরে আবার কথা হবে
এখন তবে যাই।


শিয়াল ভাবে মোটা মাথার
মহিষ আমার চেয়ে
অনেক বেশি বুদ্ধি রাখে
খড়-বিচালি খেয়ে!


বনের সবাই জানে আমি
সেরা বুদ্ধিমান
আজকে ধরা খেলে আমায়
কে করবে সম্মান!


হাতির পিছে মহিষ ছোটে
তার পিছনে শিয়াল
পরিস্থিতি বিবেচনায়
মিলিয়ে চলে তাল!


""""""""""""""'"""""""""