^^^^^^^^^^^^^^^^^^^^^^
হাতির পিঠে মাহুত
গা দুলিয়ে চলন ফিরন
যেন রাজার পুত।


ভিক্ষা করে হাতি
টাকা কড়ি সবটা কিন্তু
হাতে রাখে নাতি।


হাতি বিরাট প্রাণি
মাহুত তারে বলদ বানায়
টানে ভিক্ষার ঘানি।


আটকে লোকের পথ
মাহুত করে চাঁদাবাজি
হাতি কিন্তু সৎ।


সহজ সরল গজ
বুঝবে যেদিন মারবে ছুড়ে
যতই তারে ভজ।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^