মায়ার বাঁধন
মোল্লা আজিজুল হক
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
আসে যখন সন্নিকটে
উৎসব-পার্বণ
নাড়ির টানে বাড়ির পানে
ছোটে সবার মন।


ট্রেনে-বাসে-জলযানে
কেউবা ছোটে ট্রাকে
বাড়ির মায়ায় প্রাণটা তখন
হাতের মুঠোয় রাখে!


ন'টার গাড়ি ক'টায় ছাড়ে
আছে এমন হ্যাপা
আসন ছাড়াই দাঁড়িয়ে যাবে
পণ করেছে ক্ষ্যাপা!


এক-আধদিন জ্যামে আটক
কুছ পরোয়া নাই
পেরেশানির চেয়েও বড়
মায়ার বাঁধনটাই।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
২০/৮/২০১৮
'''''''''''''''''''''''''''''''''