~~~~~~~~~~~~~~~~


জনম জনম অপেক্ষার পর হয়নারে মিলন
এখন আমি মরা নদী পাথর আমার মন--ঐ


এই নদীতে নাইরে পানি
নাইরে স্রোতের টান
জীবন-মরণ সমান্তরাল
নাই ভাটি-উজান--২
এখন, নাইরে পাশে যারা আমার ছিল অতি আপনজন---ঐ


পাস কইরাছি তোমার নেওয়া
হাজার পরীক্ষায়
বুঝি নাইতো ভালোবাসার
কম ছিল কোথায়--২
আরে, তোমায় পাওয়ার আশায় আমি কিছু করি নাই গোপন--ঐ


~~~~~~~~~~~~~~~~~~
গীতিকবিতা।