কাক ডাকা ওই ভোরে দেখি
দু'চোখ মেলে,
চমকে উঠি,হাতটা বাড়াই-
কখন এলে!
রুপোর ঘুঙুর ঝনঝনিয়ে
ডাইনে বামে,
একটা পরী যাচ্ছে উড়ে
হঠাৎ থামে!


কষ্ট আসুক চাই না যে আর
এখন কোনো,
লালপরীটা যাও না উড়ে
কথা শোনো,
মেঘের সাথে লুকোচুরি
খেলবো বলে,
দুয়ার খুলে ভোরের আলোয়
যাচ্ছি গলে৷


বারান্দাতে রই দাঁড়িয়ে
খুব গোপনে,
ছড়ার চারা দিই বিছিয়ে
ভীন রোপণে,
ওই যে আকাশ উঠলো হেসে
আমায় দেখে,
শুভ্রমেঘের রঙটা মনে