যাতনাঃ


পরে কি বুঝিবে মোর আপন যাতনা
কি দহনে পুড়েছে হৃদয় কেউ জানেনা,
বিষে যার হৃদয় ক্ষরণ
সেইতো বুঝে ব্যথার কি দহন।


          প্রতিবেশি যারা বুঝিবে কী তারা
          আপন ভাবিয়া দিয়েছে সাড়া,
          তবু লাঘব হয়না মোর দুখের এ দহন
          আপনার কষ্ট করি আপনি বহন।


নিরবে কাদিয়া মুছি নিজ অশ্রুজল
দহনে পুড়িয়া মরি গভীরে অতল,
সয়েছি কতনা নিরবে যাতনা
তিক্ত হৃদয়ের রক্ত ক্ষরণ, কেউ বুঝেনা।


         একাই বহিয়া চলি দুখের পাহাড়
         কাহার সাধ্য আছে এ বেদনা বোঝার,
         যাহার কষ্ট তাকেই ভোগায়
         অন্যজনে বুঝিবে কি তাহায়?