ক্ষুধাঃ


তোমরা কতক ঝুঁট ভেবে
ফেলছ খাবার ভাই,
অমৃত সেই খাবার গুলি 
আমরা কোথা পাই।


বাহারী ঐ খাবার গুলি
কতক ভালমন্দ,
না ফেলে ঐ নর্দমাতে
রেখো মোদের জন্য।


আমরা সকল ভুখা মানুষ
পাইনা সেসব স্বাদ,
হাড়ির কোনে রেখো'রে ভাই
যায়না যেন বাদ।


কাঙ্গাল ভুখা মানুষ মোরা
পড়শী তোমার পাশে,
রসনার স্বাদ দুরের কথা
থাকি উপোবাসে।


কয়েক লোকমা ভাতের তরে
শিশু কাঁদে ঘরে,
আমরা না হয় সইতে পারি
শিশুরা কি পারে?


ক্ষুধার জ্বালা বড় জ্বালা
এই দুনিয়ায় ভাই,
এর কারণে চোর, ডাকাত
নষ্ট হলাম তাই।


আইন করে ধরছো মোদের
তুচ্ছ অপরাধে,
পুকুর চুরি করছে যারা
কেউ না তাদের বাঁধে?