.    এইটুকু জীবনের যতটা সময়
     ভুলে ভুলে গেলো।
     ভেবেছি এখন থেকে বাকী জীবনের
     যতটা সময় পাবো ভালো ভাবেই কাটাবো।


     বিবেক বুদ্ধি দিয়েছ তুমি–
     তবুও কেন ভুল পথে চলি আমি,
     তুমি তো ক্ষমাশীল পরম দয়াময়
     ক্ষমা করে পাপীকে দূর করো সংশয়।ঐ


     আর যেন ভুল পথে কভু না চলি
     আর যেন ওগো প্রভু তোমায় না ভুলি,
     অশ্রু সজল চোখে কেঁদে বলি
     সদা সত্য পথে যেন গো চলি।ঐ


     অধম জহিরুলের অশ্রুরাশি–
     দূর করে অন্তরে ফোটাও হাসি,
     শুধু এইটুকু মিনতি রেখ আমার
     জীবনে আর কিছু নেইকো চাওয়ার।ঐ