আমার যৌবন সবই গেলো তুমি বিহনে
কি যাদু করিলা বন্ধু এই জীবনে।


ভেবেছিলাম তুমি আমার অতি আপন জন
আমি তোমার তুমি আমার এই ছিল স্বপন, রে বন্ধু এই ছিল স্বপন।
যারে নিয়া মধুর স্বপন ছিল জীবনে। ঐ


সেই পাখিটার জন্য আমি কাঁদি নিশিদিন
সোনার অঙ্গ জ্বলে পুড়ে হইলরে মলিন, আমার হইলরে মলিন।
পরকালে পাই যে দেখা এই আশা মোর মনে। ঐ


মনের ঘরে বসত করে মন রে সুধায়–কোথায় আছি কেমন আছি তাও জানতে চায়,পাখি তাও জানতে চায়।
জহিরুল ইসলাম বলে এই কি ছিল মনে? ঐ