🔥জহিরুল ইসলামের " ব্যালট চোর "
     রচনাকাল: '৯০এর গণঅভ্যুত্থান।


     জোর যার মুল্লুক তার
     জনগণ সাবধান!
     এই ঘোর বিপদে
     রাখে কে কার সন্ধান ?


     যেতে আর হবে না
     চল ফিরে বাড়িতে,
     লাজ শরম সব শেষ
     রঙ লাগাও দাড়িতে ।


     ভুরি ভুরি টাকা কড়ি
     আছে যার পকেটে,
     সেই বেটা পাস করে
     ভোট উড়ে রকেটে।


     আটটায় ভোট শুরু
     বড় সা'বে করল,
     নয়টা বাজার আগেই
     টানা-টানি লাগল।


     কার গায়ে কত জোর
     দেখবো এবারে,
     ব্যালট চোর ঘরে ঘরে
     নিয়ে যায় যে পারে ।