.  🔥 জহিরুল ইসলামের " দুখু মিয়া "ছড়া–


        চার ছেলে মারা গেলে
        শেষে এল নজরুল,
        ডাক নাম দুখু মিয়া
        বাংলার বুলবুল।


        পিতা হারা হন তিনি
        বয়স যখন অষ্টে,
        তাই তাঁর দিন কাটে
        নিদারুণ কষ্টে।


        ঝোঁক ছিল গানে বেশি
        আড়বাঁশি বাজাতে,
        ডর-ভয় ছিল না
        জেল হাজত সাজাতে।


        আমাদের দুখু মিয়া
        একদা এক প্রহরে,
        হেঁটে হেঁটে চলে গেলেন
        আসানসোল শহরে।


        তারপর কাজ নিলেন
        রুটির এক দোকানে,
        প্রতি মাসে পাঁচ টাকা
        পুষে না এই বেতনে।


        ডর ভয় যাঁর মনে
        একদম ছিল না,
        সে-ই আমাদের জাতীয়
        কবি দুঃখ দূর হল না।


   🌡️মনকান্দা,কেন্দুয়া, নেত্রকোণা।