দুর্নীতিমুক্ত সমাজ সোনার হরিণ আজ
কল্পনাও করা যায় না ঠিক এমন,
প্রতি ক্ষেত্রে দুর্নীতি চারপাশে অধোগতি
সুমতির মৃত্যু হয়েছে এখন।


নেই কোন উপায় যেদিকেই চোখ যায়
সন্ত্রাস,দুর্নীতি আর ঘুষ,
জনগণের জাগরণ অনশন আমরণ
ফিরিয়ে আনতে হবে মানুষের হুঁশ।


দুর্নীতিবাজদের পতন ছাড়া আসবে না নতুন ধারা
করতে হবে ওদের শেষ,
দেশের বারোটা বাজে দুর্নীতি প্রায় সব কাজে
কাটেনি পেট্রোল বোমার রেশ।


চারদিকে হানাহানি নেই কোন মানামানি
দেশের সর্বত্র আজ বিশৃঙ্খলা,
বেঁচে থাকার অধিকার, হোঁচট খাচ্ছে বারবার
প্রায় সব ক্ষেত্রে ষড়যন্ত্র আর ছলা-কলা।


গণতন্ত্র হো হা হা...
গণতন্ত্রের কারুকাজ, ধুলোয় ভুলুন্ঠিত আজ
ন্যায়-নীতি আদর্শের কোন স্থান নেই,
হতাশা বেঁধেছে বাসা হৃদয় আজ কোণঠাসা
বাকশক্তি হারিয়েছে সবাই।


দেশের এই দুর্দিনে কান্না আসে মনে
কবির আর কিবা করার আছে?
দুর্নীতি নিরশন আজ খুবই প্রয়োজন
মানুষ আর ক'দিন বাঁচে?


কবিকুঞ্জ,ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।
মোবাইল: ০১৬২২ ২৯ ২৬ ৫৭