কোথায় সেই শিক্ষকগণ ?
যাঁহাদের ভয়ে থর-থর করে কাঁপিত শিক্ষাঙ্গন।
যাঁহাদের আদর্শে আদর্শিত হইল মিশরী জগলুল,
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও  বিদ্রোহী নজরুল।


কোথায় সেই আদর্শ, স্নেহের স্পর্শ
শিক্ষার্থীর মাথায় আদর বুলানো হাত,
আলো নিভিয়া নামিল কি আজি তিমিরকৃষ্ণ রাত?
যাঁহাদের কথায় মুক্তা ঝরিত সেইসব শিক্ষক জাতি,
তাঁহাদের তিরোধানে বিশ্বব্রহ্মাণ্ডে তাই কি নামিল রাতি ?


শিক্ষার মূলমন্ত্র ছাড়িয়া ধরাইয়া সন্ত্রাস-লাঠি,
মানুষ করিবার মহাপরিকল্পনা ছাত্র বানাইবে খাঁটি !
কলম ছাড়িয়া চাপাতি হাতে, পিস্তল পকেটে গুঁজা,
শিক্ষাই জাতির মেরুদন্ড এইভাবে হইবে কি সোজা ?


আদর্শের আলো যাহারা নিভিয়ে দিল
ওরাই তো দুর্নীতিবাজ,
একজন শিক্ষকের আদর্শ থাকিবে
এইটাই তো প্রথম কাজ।


নিজের স্বার্থে দুর্নীতিতে জড়িয়ে যাহারা
জাতির করিতেছে সর্বনাশ,
এরাও কি শিক্ষক সত্যিকার অর্থে
যাহাদের দুর্নীতির সঙ্গে বসবাস?


কোথায় সেই শিক্ষকগণ ?
যাঁহাদের নীতিতে বিনম্র থাকিত সমগ্র শিক্ষাঙ্গন।
আমি তাঁহাদের সালাম জানাই,
তাঁহারাই মানুষ, মহান ব্রতী, আমরা সেই সব শিক্ষক চাই।