তারপর কি ?
মুচকি হাসির মায়াজাল
আর না জানা চোখের ভাষা
হৃৎপিন্ডের অতল গহীনে হানে
রঙ্গীন স্বপ্ন দেখবার আঘাত।
জর্জরিত এ মনটাতে
কাঁদার ছোঁড়াছুঁড়িই
গড়ে তুলে প্লাবন ধার।
যেখানে বাধা থাকে নির্ভার
আর
নীরবে দুজনের কাছে আসা।


আবারও তারপর ?
অনেক কিছুর ভীড়ে
জীবনের সবটুকু সঞ্চয়,
মনের মনিকোঁঠায় লুকিয়ে হয়
এক আকাশ শূন্যতা।