অনেকগুলো বছর পর তুমি এলে
যদিও আগে আমাকে মুঠোফোনে জানিয়েছিলো
রাত থেকে দিন
দিন থেকে রাত
কতগুলো বছর অপেক্ষার অবসান হতে চলেছে
এই ভেবে একটা দারণ অনুভুতি কাজ করছিলো মনে।


অপেক্ষার অবসান হল ঠিক ভোর ৫টা ৩০ মিনিটে!
অরিন্দম আমাকে ডাকছে :
সুনন্দিতা শুনতে পাচ্ছো? আমি তোমার অরিন্দম
দরজা খুলে দাও বাইরে বৃষ্টি পড়ছে;


আমি ডাক শুনেই দরজা খুলে দেখি
আমার সেই অরিন্দম!
যার জন্য অপেক্ষায় ছিলাম
যে অপেক্ষায় আমি স্বপ্ন দেখেছি।।