আপনা দোষী
  মোহাম্মদ সজিব মাহামুদ


দোষী তুমি বলছো কাকে, আপন ছিল যে।
   হাজার লোকের মাঝেও ছিল আপন তোমার সে।
দোষী তাকে ভাবছো কেন মিছে তাহাকে।
বন্ধুর প্রতি বিশ্বাস যদি, নাই থাকে কেমন বন্ধু সে।
দোষ না করেও দোষী হলে, সে কথা কি তোমার বলা সাজে?
দোষ করলেও সে ছিল তোমার বন্ধু বটে।
দোষ করেছে বন্ধু তোমার, কেন পারোনি তাহাকে শোধরাতে।
কেমন বন্ধু ছিলে তুমি, পারলে না বন্ধুকে চিনতে।
এই সমাজের স্বার্থলোভী বন্ধু অনেক বটে।
নিঃস্বার্থ বন্ধু পাওয়া, নাই বললেই চলে।
দোষে দোষী দোষন্তরী বন্ধু স্বার্থপর ।
আঘাত করলেও করবে তোমার, কাছের প্রিয় আপনজন।
সকলে স্বার্থলোভী আপনজন,থেকে থাকে সাবধান।